Frequently Asked Questions
আরবি ভাষার ব্যাকরণগত (নাহু-সরফ) পরিপূর্ণ জ্ঞান রয়েছে এমন যে কেউ কোর্সে অংশগ্রহন করবে পারবে।
মদীনা অ্যারাবিক/এসো আরবি শিখি/আল-আরাবিয়াতু বাইনা ইয়াদাইয়িক - এই বইগুলোর কোন বই বা সমমানের অন্য কোন বই সম্পূর্ণ সম্পন্ন করেছে এমন যে কেউ কোর্সে অংশগ্রহনের উপযোগী।
কোর্সে সর্বমোট ২টি টার্ম। প্রতি টার্ম ৬ মাস করে। সে হিসাবে কোর্স সম্পন্ন করতে ১ বছর সময় লাগবে।
পাঠ্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে।
মডিউল পরীক্ষা | ১৫% |
মিড-টার্ম পরীক্ষা | ৩০% |
টার্ম-ফাইনাল পরীক্ষা | ৪০% |
টার্ম অ্যাসাইনমেণ্ট | ১৫% |
পাশ নম্বর | ৬০% |
সফলভাবে কোর্স সম্পন্ন করার মাধ্যমে কুরআনের ২ পারা স্টাডি সম্পন্ন হয়ে যাবে। আর এর মাধ্যমে নাহু-সরফের জ্ঞান কুরআনে প্রয়োগ করা, কুরআনের শব্দার্থ আত্তস্ত করার প্রসেস সহ কুরআন স্টাডি করার পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থী সম্যক অবগত হবেন। যে জ্ঞান ব্যবহার করে কুরআনের বাকি অংশ শিক্ষার্থী একাই নিজ থেকে সম্পন্ন করতে পারবেন।
এটি অনলাইন ভিত্তিক কোর্স। সম্পূর্ণ কোর্সটি ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হবে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কেউ কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
অর্ধেক বা সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ রয়েছে।
- আন্ড্রয়েড মোবাইল/ট্যাব/ল্যাপটপ/ডেস্কটপ।
- লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে ভালো ডাউনলোড ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট কানেকশন।
আন্ড্রয়েড মোবাইল থেকে কোর্সের সকল কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ রয়েছে। তবে ভালো লার্নিং এক্সপেরিয়েন্সের জন্য ল্যাপটপ/কম্পিউটার বা ট্যাবলেট (ট্যাব) থাকলে উত্তম হবে।
ক্লাসের সময়ঃ শুক্রবার এবং মঙ্গলবার রাত ৭.০০ টা