Primary Registration: www.quran.iirt.info/primary-registration
আরবি ভাষা শেখা। এক দীর্ঘ যাত্রা। যার মূল লক্ষ্য থাকে – কুরআনকে বোঝা, আল্লাহ কুরআনে কি বলছেন তা সরাসরি বুঝতে পারা।
অন্যকথায়, একটি ভাষা, যার শুন্য থেকে শুরু করে সে ভাষার সর্বোচ্চ, সমৃদ্ধ গ্রন্থটি বোঝার চেষ্টা এবং তা আত্তস্ত করার প্রয়াস।
কিন্তু বাস্তবতা হল অধিকাংশের ক্ষেত্রে ভাষা শিক্ষার যাত্রা এ মহৎ লক্ষ্যকে সামনে রেখে শুরু হলেও সঠিক নির্দেশনা, উপযুক্ত পদ্ধতির অনুসরন না করাতে তা লক্ষ্যের সর্বশেষ ধাপ অতিক্রম করে না।
অনেকের ক্ষেত্রে আরবি ভাষার ভিত্তি, নাহু-সরফের যাত্রা সম্পন্ন হয় ঠিকই কিন্তু কুরআনে সে জ্ঞানের বাস্তবিক প্রয়োগ হয় না, হয় না কুরআনের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝার মাধ্যমে কুরআনের গভীরতম অর্থের অনুধাবন।
যার দরুন ভাষা শিক্ষার এক দীর্ঘ পথ পাড়ি দিয়েও কুরআনকে অনুধাবন করা আর হয়ে ওঠে না। হয় না أَفَلا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ আয়াতের বাস্তবায়ন।
আমাদের দীর্ঘ পর্যবেক্ষণে পাওয়া এ সমস্যার মূল কারণসমূহ হল –
– ভাষার অর্জিত নাহু-সরফের জ্ঞান কুরআনে প্রয়োগ করতে না পারা।
– কুরআনের শব্দার্থ আত্তস্ত করার ক্ষেত্রে ভুল পদ্ধতির অনুসরণ।
– এবং কুরআন স্টাডির ক্ষেত্রে গঠনগত কোন কাঠামো অনুসরণ না করা।
আর তাই এ সকল সমস্যার সমাধানের মাধ্যমে আরবি ভাষার বাস্তাবিক প্রয়োগের দ্বারা কুরআন বুঝার পথকে সহজতর করতে IIRT Quran Intensive প্রোগ্রাম।
২ সেমিস্টারে বিভক্ত, ১ বছর মেয়াদি এ প্রোগ্রামে কুরআনের সর্বশেষ ২ পারাসহ গুরুত্বপূর্ণ সূরাসমূহ নাহু-সরফের বাস্তবিক প্রগোগের মাধ্যমে শেখান হবে। আর একইসাথে এর মাধ্যমে আরবি ভাষার ব্যাকরণগত বিধানের সঠিক প্রয়োগের মাধ্যমে কুরআনের অন্তর্নিহিত অর্থ অনুধাবনের জ্ঞান অর্জিত হবে, ইনশা আল্লাহ।
আরবি ভাষার ব্যাকরণগত পরিপূর্ণ জ্ঞান রয়েছে এমন সকল জ্ঞানের শিক্ষার্থীকে কুরআন বুঝার এ প্রায়সে স্বাদর আমন্ত্রন।